ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ‘রেন্ট এ বাইক ও কার’ বন্ধে প্রশাসনের অভিযান

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ । ৩২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীর আলম শামস, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের সুগন্ধা মোড় থেকে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা ভাড়া দেয়া (রেন্ট এ বাইক, কার) মোটরসাইকেল ও কার সার্ভিসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩টি মোটরসাইকেল, ২টি কার জব্দ করা হয়। এবং বাইক ও কার সার্ভিসের দুই কাউন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে জাকির রেন্ট এ বাইক ও রাউন্ডিং ট্রিপ রেন্ট এ বাইককে ১০ হাজার করে ২০  হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, কলাতলী মোড় থেকে মেরিন ড্রাইভ রোড পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা রেন্ট বাইক ও কার সার্ভিস গুলোতে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় বিআরটিএ এর সহকারি পরিচালক উথৈনু চৌধুরি ও ইন্সপেক্টর মুহাম্মদ মামুন অর রশিদ প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানের খবর পেয়ে প্রায় সকল বাইকসার্ভিস প্রোভাইডাররা কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায়৷ এসময় দুটি কার, তিনটি বাইক জব্দ করা হয়। দুইটি দোকান সিলগালা করা হয়। এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেওয়া হয়৷
তিনি বলেন, ‘পর্যটন শহরে অবৈধভাবে চলাচলকৃত রেন্ট এ বাইক এবং কারগুলোর বেপরোয়া গতির কারণে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’