কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবর্তন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃমোয়াজ্জেম হোসেন (পলাশ)এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃআজিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গাজীপুর- ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌরসভা মেয়র এসএম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।