জাহাঙ্গীর আলম শামস, কক্সবাজার :
কক্সবাজারে সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা বিষয়ে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সৈকত পরিচ্ছন্নতা ও বৃক্ষ হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন এডিসন গ্রুপ সিম্ফনি।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন অতি জরুরী। এছাড়াও পরিবেশের প্রতি সচেতনতা তৈরি একান্ত প্রয়োজন। তাই সৈকতে বেড়াতে আসা পর্যটক-দর্শনার্থীরা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে যার যার অবস্থান থেকে সৈকত পরিচ্ছন্ন রাখলে সবার জন্য ভালো হয়।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মসূচি একবার নয় বরং দীর্ঘমেয়াদী করলে ভালো হয়। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা একটু সচেতন হলেই সুন্দর ও মনোরম পরিবেশ সৃষ্টি হয়। আর বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের উপর সচেতনতা অবলম্বন করা আমাদের সকলের উচিত।’
সিম্ফনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘কক্সবাজারে লাখ লাখ পর্যটক আসে। তারা যেন সৈকতে ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য তাদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। সমুদ্রসৈকত আমাদের জাতীয় সম্পদ। এটিকে ভালো রাখা আমাদের সকলের দায়িত্ব। এছাড়া জলবায়ু পরিবর্তন, সমুদ্রতীর ভাঙন রোধে বৃক্ষরোপনের উদ্যোগ হাতে নিয়েছি আমরা।’
এসময় কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।