ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ডলার প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:৩১ পূর্বাহ্ণ । ১৪১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে সাড়ে ১ হাজার আামেরিকান ডলার ১ মোটরসাইকেল ও প্রতারক চক্রের মূলহোতা শরিফুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ । (১০ ফেব্রুয়ারী) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদসম্মেলনে এসব কথা জানান, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।তিনি আরো বলেন,নরসিংদি জেলার বাসিন্দা নিজামুল হক ডলার সহ বিভিন্ন দেশের টাকার ব্যবসা করে আসছিলেন । সেই সুত্রে তিনি সাদুল্লাপুরে আসেন এবং শরিফুলের স্ত্রীরর সাথে সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের জের ধরে নিয়ামুল হক সরল বিশ্বাশে সাদুল্লাপুরের জামালপুর
ইউনিয়নের শরিফুল ইসলামের বাড়িতে আসেন এবং ১ হাজার ডলার তার কাছে রাখতে দেন । গতকাল শুক্রবার নিয়ামুল হক প্রতারক অটোভ্যান চালাক শরিফুল ইসলামের বাড়িতে আসে এবং ডলারগুলো চান। কিন্তু ভ্যান চালক
শরিফুল সহ কয়েকজন লোক সাথে নিয়ে ডলার গুলো না দিয়ে তাকে ভয়ভীতি দেখান । এতে ক্ষদ্ধ হয়ে নিজামুল হক পুলিশের কাছে খবর দেন। খবর পেয়ে সাদুল্লাপুর পুলিশ আজ ভোরে অভিযান চালিয়ে ওই ভ্যান চালকের বাড়ি থেকে ডলার সহ শরিফুল হককে গ্রেফতার করে । এর সাথে জড়িত আরো ৬ জনকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার জামালপুরইউনিয়নের মৃত গোলাম হোসেন ছেলে শরিফুল ইসলাম উদ্ধারকৃত ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা,১টি মোটরসাইকেল, ১টি ইজিবাইক, ১টি র্চাজার ভ্যান, থিত মরিকান ১ ডলার আমেরিক (খ) একটি মাঝারী আকারের কালো হাত ব্যাগ যার ভিতরে বিশেষ কায়দায় বান্ডিল আকারে ১৩টি বিন্ধি বস্কিট ও কয়েলের ফাঁকা কাটুন এবংডলারের বান্ডিল সাদৃশ ৫টি বান্ডিল, যাহার প্রতিটি বান্ডিলের উপরে একটি করে কথিত সাদৃশ্য মূল্যমান নোট গাড়ার দ্বারা বাধা।

Tanim Cargo
Tanim Cargo