প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
আদিতমারীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(২মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে, অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জি আর সারোয়ার। আরো বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনর্চাজ আলী আকবর ও কৃষি অফিসার কৃষিবিদ উমর ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপক করেন সাইন্টিফিক অফিসার (বিসিএসআইআর) ঢাকা মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, কুড়িগ্রাম -লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী অফিসের ডিজিএম এম মোসাদ্দেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রকৌশলী এ কে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ১০টি স্টলে বিভিন্ন বিজ্ঞান ডিসপ্লে প্রদর্শনী করেন। শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক: মোঃ সরওয়ার হোসাইন, উপদেষ্টা সম্পাদক: ব্যারিষ্টার আদনান সরকার। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৮৩/বি, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মৌচাক টাওয়ার, মালিবাগ মোড়, ঢাকা। ইমেইল: ajkerbenodan.news1@gmail.com ফোন: ০২২২২-২২৪১১৬, সম্পাদক: ০১৭৫৮৬৯৯৩৩৩, মোবাইল: ০১৭৩৩৪৩৭৫৯৬ (নিউজ)