শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
সঠিক তথ্যে ভোটার হব,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রেলিটি শুরু করে মদন পৌর সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়। পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ মুখলেছুর রহমান মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্কাস উদ্দিন। এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দসহ সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।