ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় মাদ্রাসা কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ, 

আজকের বিনোদন
অক্টোবর ১০, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ । ১২৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃনেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গোপনে জাল-জালিয়াতির মাধ্যমে গঠন করা হয়েছে—এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ড সূত্রে জানা গেছে,মোঃ রাসেল মিয়া নামে এক ব্যক্তি বোর্ডের ই-ফাইলে (নং ২৩৩২৫১১৩০১৪১) আবেদন করে অভিযোগ জানান যে, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি অবৈধভাবে ও গোপনে গঠন করা হয়েছে।
এ বিষয়ে ০৭ অক্টোবর ২০২৫ তারিখে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কলমাকান্দাকে সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, তদন্তে অভিযোগকৃত কমিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে তদন্ত কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার কমিটি গঠন সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tanim Cargo
Tanim Cargo