ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

সৈয়দপুরে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

আজকের বিনোদন
অক্টোবর ১০, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ । ১৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও দেশের জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়া ইটভাটা মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাজীপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজিত খেলায় অংশ নেয় আইসঢাল হাজীপাড়া ইয়াং স্টার ক্লাব ও কাছারীপাড়া স্পোর্টিং ক্লাব। কাছারীপাড়া স্পোর্টিং  ক্লাবকে ৩৬ পয়েন্টে পরাজিত করে ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। তাদের পয়েন্ট ছিল যথাক্রমে ৮৮ ও ৫২ ৷
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইটভাটা ব্যবসায়ী ও সমাজ সেবক আহেদুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ৷ বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজাহারুল ইসলাম।
উপস্থিত ছিলেন কামারপুকুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৭, ৮ ও ৯ নং মহিলা সদস্যা ছাবিয়া খাতুন, গণঅধিকার পরিষদের সৈয়দপুর উপজেলা সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম ভরসা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মমিনুর রহমান, সৈয়দপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনির হোসেন সরকার ৷
গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের বিবর্তণে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে একঝাঁক যুবক এই প্রতিযোগিতার আয়োজন করে।
নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে উক্ত খেলার মাঠে জড়ো হয় কয়েক শতাধিক উৎসুক জনতা, দর্শক ও ক্রীড়া প্রেমী। হা-ডু-ডু খেলার মাধ্যমে আনন্দ দেওয়ায় তারা আয়োজকদের সাধুবাদ জানান।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ইউপি চৌকিদার জহির উদ্দীন ও সহকারী রেফারি সাবেক ইউপি সদস্য আনছারুল আলম সরকার। খাবি দায়িত্বে ছিলেন, মহিদুল ইসলাম, জয়নুল আবেদীন, সোহাগ আহম্মেদ, সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, ওয়ালিউর রহমান, আলম, রনি, কালুয়া প্রমুখ ৷

Tanim Cargo
Tanim Cargo