ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

১ টাকায় শিক্ষা সামগ্রী পেল গাউসিয়া আহমদিয়া মডেল মাদরাসার শিক্ষার্থীরা

আজকের বিনোদন
অক্টোবর ১১, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ । ৪৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘১ টাকায় শিক্ষা’।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সংগঠনটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটে অবস্থিত গাউসিয়া আহমদিয়া মডেল মাদরাসা-এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

এক টাকায় শিক্ষার পাবলিক রিলেশন সেক্রেটারি সাজ্জাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহরিয়ার ইশতিয়াক, বেলাল হোসেন, তানজিমুল ইসলাম চৌধুরী (ইন্টার্ন) এবং মাদরাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেনসিল, রাবার, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা নতুন সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, অল্প পরিসরে হলেও প্রতিটি সহযোগিতা একটি শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য গুরুত্বপূর্ণ।

এসময় পাবলিক রিলেশন সেক্রেটারি সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, “১ টাকায় শিক্ষা প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো— প্রত্যন্ত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের কাছে শিক্ষার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।”

এ সময় সংগঠনের ইন্টার্ন তানজিমুল ইসলাম চৌধুরী বলেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর মাধ্যম। আমরা চাই, কোনো শিশুই যেন অর্থাভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না যায়।‘১ টাকায় শিক্ষা’ সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।”

মাদরাসার শিক্ষকবৃন্দ সংগঠনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “অল্প পরিসরের এমন কাজই একসময় বড় সামাজিক পরিবর্তনের পথ তৈরি করবে। এই সংগঠনটি তরুণদের মধ্যে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা হাতে পাওয়া নতুন খাতা ও কলম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অনেকেই জানায়, আগে লেখার উপকরণের অভাবে তারা নিয়মিত পড়াশোনা করতে পারত না, এখন নতুন সামগ্রী পেয়ে পড়ায় আরও মনোযোগী হবে।

প্রতিষ্ঠার পর থেকেই ‘১ টাকায় শিক্ষা’ সংগঠনটি স্বল্প সহায়তায় বড় পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে শিক্ষা উপকরণ বিতরণ, সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এ ধরনের ক্ষুদ্র উদ্যোগগুলো সমাজে শিক্ষার আলো জ্বালাতে অবদান রাখছে— যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে।

Tanim Cargo
Tanim Cargo