ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

আমরা সহজে ছাড়ার পাত্র নই: প্রধান নির্বাচন কমিশনার

আজকের বিনোদন
অক্টোবর ১১, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ । ৫৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ গণ্ডগোল করলে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন। প্রয়োজনে পুরো নির্বাচনী এলাকার ভোট বন্ধ করে দেয়ারও নির্দেশনা দেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সিইসি জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ভোটের দিন যদি কেউ গণ্ডগোল করে তো ভোট কেন্দ্র বন্ধ করে দেবেন। এইদিন আপনারা হলেন কেন্দ্রের চিফ অফিসার। আপনারা আইনগতভাবে সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা ছাড়ার পাত্র না।

নির্বাচন কমিশন সব রকম সহায়তা দেবে বলেও এসময় আশ্বস্ত করেন নাসির উদ্দিন। আইন প্রয়োগের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবেও তিনি বলেন।

এসময় কোর্ডিনেশনের অপর জোর দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভালো নির্বাচন করতে গেলে কোর্ডিনেশনের বিকল্প নেই।

Tanim Cargo