ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫

আফগান-পাকিস্তান সংঘর্ষ, কী বলছে প্রতিবেশী ইরান

আজকের বিনোদন
অক্টোবর ১২, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ । ৫৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাক-আফগান সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়েছে আফগানিস্তানের তালেবান বাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনী। এ পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া না গেলেও। উভয়পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে দু’টি দেশেরই প্রতিবেশী ইরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রোববার (১২ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উভয় দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। উত্তেজনা কমাতে এবং কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সংযম এবং উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংলাপ শুরু করার আহ্বান জানান বাঘেয়ি।

তিনি উল্লেখ করেন, ইরান আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর মৌলিকভাবে গুরুত্ব দেয়। তিনি প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করার জন্য তেহরান প্রস্তুতি রয়েছে বলে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

Tanim Cargo