ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বাজেটের আগে ফ্রান্সে নতুন সরকার ঘোষণা

আজকের বিনোদন
অক্টোবর ১৩, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ । ৬৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বাজেট উপস্থাপনের সময়সীমার আগে নতুন সরকার ঘোষণা করেছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভায় দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ধরা হয়েছে।

নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নিয়োগগুলোর মধ্যে রয়েছে: জ্যাঁ-নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রী, ক্যাথেরিন ভত্রিন প্রতিরক্ষামন্ত্রী, এবং রোলাঁ লেস্কুর অর্থমন্ত্রী। প্যারিস পুলিশ প্রধান লরঁ নুনিয়েজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, এবং পরিবেশ রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডব্লিউডব্লিউএফের সাবেক পরিচালক মোনিক বারবুত।

গেরাল্ড দারমানিন বিচারমন্ত্রীর পদে বহাল থাকবেন, আর সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতিও তার পদ ধরে রাখবেন, যদিও তিনি আগামী বছর দুর্নীতির অভিযোগে বিচারাধীন হবেন।

প্রধানমন্ত্রী লেকর্নু বলেছেন, তিনি সব মূলধারার রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চান এবং এমন একটি মন্ত্রিসভা গঠন করবেন যারা দলীয় স্বার্থে আবদ্ধ নয়। নতুন সরকার বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে কাজ করবে।

ম্যাক্রোঁ সোমবার সংসদে ২০২৬ সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন, যা পর্যালোচনার জন্য সাংবিধানিকভাবে ৭০ দিনের সময়সীমা পাবেন।

এক্সে দেয়া বার্তায় প্রধানমন্ত্রী লেকর্নু বলেন, ফ্রান্সের জন্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে একটি মিশনভিত্তিক সরকার গঠন করা হয়েছে। দেশের স্বার্থই এখন একমাত্র অগ্রাধিকার।

গত শুক্রবার, আগের সরকার ভেঙে পড়ার মাত্র চার দিন পর, ম্যাকরন আবারও লেকর্নুকে নিয়োগ দেন। তিনি সোমবার সংসদে ২০২৬ সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন, যা পর্যালোচনার জন্য সাংবিধানিকভাবে ৭০ দিনের সময়সীমা নির্ধারিত।

লেকর্নু বলেছেন, তিনি সব মূলধারার রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চান এবং এমন মন্ত্রিসভা গঠন করবেন যারা ‘দলীয় স্বার্থে আবদ্ধ নয়।’

Tanim Cargo