ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক হামলার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজে কর্মবিরতি

আজকের বিনোদন
অক্টোবর ১৪, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ । ১১৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু বক্কর সিদ্দিক লালমনিরহাট প্রতিনিধি: ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। এ সময় শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. মুসা, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ফেরদৌসসহ সকল শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতির সময় বক্তারা শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা এবং ঢাকা কলেজে সংঘটিত ঘটনার দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. মুসা বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। শিক্ষকদের ওপর হামলা মানে দেশের জ্ঞানচর্চা ও শিক্ষা ব্যবস্থার ভিত্তিকে আঘাত করা। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ফেরদৌস বলেন, “ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলা দেশের শিক্ষা অঙ্গনের জন্য এক কলঙ্কজনক ঘটনা। শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

বক্তারা আরও বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ওপর হামলা মানে ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে এ ধরনের ঘটনার প্রতিবাদ জানাবে এবং ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখবে।”দিনব্যাপী এই কর্মসূচির কারণে কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। শিক্ষকরা জানান, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে।

Tanim Cargo
Tanim Cargo