টাঙ্গাইলে চাঞ্চল্যকর ও ক্লুলেস রফিকুল ইসলাম (৪২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পিবিআই টাঙ্গাইল জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১২ অক্টোবর রাতে টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার নাথের পাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আসামি মকবুল (৫৫)কে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হলে সে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ত করে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি জেলার ধনবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের জনৈক মামুন মিয়ার জমিতে ঝোপের পাশে রফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তিন ফেব্রুয়ারি নিহতের মা বাদী হয়ে ধনাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায়, মামার বাড়ি থেকে প্রাপ্য ওয়ারিশের সম্পত্তি ও গরু চুরির বিষয় নিয়ে রফিকুলের সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের বিরোধ ছিল।









