মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমেদ রুম্মন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন,
আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট প্রদীপচন্দ্র দত্ত,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তান্ ডা. কাজী নাজিব হাসান,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি,জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক নিলা হাফিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা মৎস্য কর্মকর্তারা কোনুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ,প্রধান শিক্ষক শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তী প্রমুখ।
সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, হাসপাতাল, জেলখানা কারাগারে উন্নতমান খাবার বিতরণের সিধান্ত নেয়া হয়। এবং আলোক সজ্জা,সজ্জিত করনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।