আশিকুর রহমান :-
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে পরিবহন মালিক সমিতি ও শ্রমিকবৃন্দদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এ কথা বলেন।
শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, পরিবহন শ্রমিক নেতা জাকির হোসেন মৃধা প্রমুখ।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরও বলেন, “স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ” শান্তি প্রগতির বাংলাদেশ হিসেবে মুসলিম ধর্মালম্বীদের পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে। এর জন্য আমাদেরকে ঘরমুখো মানুষ সহ সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনের এন্ট্রি-এক্সিট পয়েন্ট, পার্কিং ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে বলে জানান। এসময় বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি’র বিভিন্ন ইউনিট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









