ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় বাঙ্গালীর মহা নায়কের জন্মদিনে দোয়া ও ইফতার মাহফিল করেছে বঙ্গবন্ধু পরিষদ

আজকের বিনোদন
মার্চ ১৮, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ । ৬৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দিন সরকার কেন্দুয়া প্রতিনিধি(নেত্রকোনা) :

নেত্রকোনার কেন্দুয়া পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে ইফতার মাহফিলের  আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া শাখার সভাপতি বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক আয়েশ উদ্দিন ভূঞাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।