ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  • অন্যান্য
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মদনে বন্ধন সমাজ সেবা যুব সংঘ নামে একটি প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের এম আরএ অনুমতি।

আজকের বিনোদন
মার্চ ২৩, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ । ৪০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদনে বন্ধন সমাজ সেবা যুব সংঘ নামে একটি প্রতিষ্ঠান সমাজ সেবা অফিস কতৃক ২০০৭ সালে অনুমোদন পায়। যা রেজিঃ নঃনেত্র- ০৫০৫। অনুমোদন পাওয়ার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে সহযোগিতা করে  যাচ্ছেন। যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক স্কুল-কলেজের ছাত্র ছাত্রীকে ফরম ফিলাপের জন্য এই সংগঠন থেকে আর্থিক সহযোগিতা সহ প্রতি বছরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ  করোনা কালীন সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মাক্স বিতরণ, গত ২০২২ সালে বন্যায় কবলিত মদন উপজেলায় প্রায় এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মদনে সংগঠনটির প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ১৭ই জানুয়ারি ২০২৪ তারিখে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি (এম আরএ) বন্ধন সমাজ সেবা যুব সংঘ নামে প্রতিষ্ঠানটিকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য সাময়িক অনুমতি দেন। অনুমতি বিষয়ে বন্ধন সমাজ সেবা যুব সংঘের প্রধান নির্বাহী মোঃ মোঃ খায়রুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, সমাজসেবা যুব সংঘ নামের সংগঠনটি গত ২০০৭ সালে উপজেলা সমাজ সেবা কর্তৃক অনুমোদন নিয়ে অত্র উপজেলার বিভিন্ন জনসেবা মূলক কাজ করে আসছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি (এম আরএ) ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার করার জন্য প্রাথমিক ভাবে অনুমতি দেওয়ায় চলতি বছরেই বন্ধন সমাজ সেবা যুব সংঘ ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করার প্রস্তুতি গ্রহণ করছে।

Tanim Cargo
Tanim Cargo