ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার

আজকের বিনোদন
মার্চ ২৩, ২০২৪ ৩:০২ পূর্বাহ্ণ । ১৪২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-
পটুয়াখালীতে গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে পলাতক বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর ক্রেডিট অফিসার কাওসার আলীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 শুক্রবার দুপুর ১২ টায়  পটুয়াখালী সদর থানা পুলিশের আয়োজিত এক প্রেসব্রিফি-এ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম  জানান,
 গত ১৭ মার্চ  বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর পটুয়াখালী শাখার  ব্যাবস্থাপক মোঃ মিরাজ শেখ বাদি হয়ে রিক’এর ক্রেডিট অফিসার কাওসার আলীর বিরুদ্ধে সদর উপজেলার  বদরপুর ইউনিয়নে  ৯৩ জন গ্রাহকের প্রায় ১৩ লক্ষ টাকা নিয়ে পালানোর অভিযোগ এনে পটুয়াখালী সদর থানায় একটি মামলা  করেন।
বিট অফিসার কর্তৃক  অভিযোগের বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে  নিশ্চিত হয়ে
অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান  পরিচালনা শুরু করে ২১ মার্চ বৃহস্পতিবার নওগা থেকে  পলাতক রিক’র ক্রেডিট অফিসার কাওসার আলীকে  গ্রেফতার করা হয়।
এদিকে  পলাতক কাওসার আলীর গ্রেফতার খবরে থানায় ছুটে আসেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তারা তাদের অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারক কাওসার আলীর শাস্তির দাবি জানান।  প্রেসব্রিফিং শেষে গ্রেফতারকৃত প্রতারক কাওসার আলীকে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ জসিম।

Tanim Cargo
Tanim Cargo