ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

আজকের বিনোদন
মার্চ ২৩, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ । ৫০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বুলি খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা মির্জাপুর মধ্যপাড়া গ্রামের মৃত ভোলা মিয়ার মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের এই সড়কে একটি ট্রাকে করে সড়কের নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল । এ সময় সড়কের পাশ দিয়ে ট্রাকটির  পিছে পিছে হেঁটে যাচ্ছিল ওই বৃদ্ধা। এ সময় হঠাৎ করে এই ট্রাকটি ব্যাক গিয়ারে পিছনে আসতে থাকে। এতে ট্রাকের পিছন চাকা ওই নারীর শরীরের উপরে উঠে যাওয়ায় ঘটনাস্থলে ট্রাকটির পিছন চাকায় পিষ্ট হয়ে ওই বৃদ্ধা মারা যায়। এই দুর্ঘটনা পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, এই দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার ট্রাকটির সন্ধান করা হচ্ছে। নিহত নারীর পরিচয়সহ আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo