ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মদনে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আজকের বিনোদন
মার্চ ২৬, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ । ১০৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,জাতীয় ,বিএনপি জাতীয় পার্টি,মুক্তিযোদ্ধা সংসদ,মদন প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব,মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ,জুবায়দা রহমান মহিলা ডিগ্রী কলেজ,উপজেলা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ শেষে জাহাঙ্গীরপুর সরকারি তহুরা আমিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল  হাসানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম খালিয়াজুরি সার্কেল মোঃ রবিউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নুরুল হুদা খান,মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদারসহ জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দু,সাংবাদিক শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষকরা। আলোচনা সভায় বক্তারা বলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার অনুরোধ জানান।