সমাজ সেবক ইফতেখার আহমেদ বাহার এর সঞ্চালনায় ও এমাদ উদ্দিন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. মোশাহীদ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য–প্রতিবছরের ন্যায় এবছরও রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষকে সহযোগীতা করেছেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি মোহাম্মদ আলী সোহেল। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জানান তিনি।