ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ আলী সোহেল এর পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

আজকের বিনোদন
মার্চ ৩০, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ । ৬৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজু দত্ত, মৌলভীবাজার প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি মোহাম্মদ আলী সোহেল।
শনিবার (৩০মার্চ ) কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সংলগ্ন গাড়ি পার্কিং স্থানে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৩শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

সমাজ সেবক ইফতেখার আহমেদ বাহার এর সঞ্চালনায় ও এমাদ উদ্দিন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. মোশাহীদ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য–প্রতিবছরের ন্যায় এবছরও রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষকে সহযোগীতা করেছেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি মোহাম্মদ আলী সোহেল। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জানান তিনি।