ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

আজকের বিনোদন
এপ্রিল ৩, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ণ । ৯১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ :
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছে।
এসময় বিজিবি তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মঙ্গলবার(০২ এপ্রিল) রাত ১০ টার সময় বেনাপোল দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু(৩৭)।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্নেল  খুরশিদ আনোয়ার  জানান,মঙ্গলবার রাতে  কয়েকজন চোরাকারবারী অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। এসময় তাদের পায়ে ও চোখে গুলি লাগে।
বিজিবি সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ  করা হবে বলে জানা যায়।

Tanim Cargo
Tanim Cargo