ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়কে ঝড়লো শিশুর প্রান, বাবা, মা ও বোন হাসপাতালে

আজকের বিনোদন
এপ্রিল ৪, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ । ১১০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় মাল-বোঝাই পিকআপ ও সিএনজি চালিত অটো-বাইক সংঘর্ষে ফারাবী হোসেন নামে ৫ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদূর্ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা, মা ও বোন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সারে ১০ টারদিকে নওগাঁর মান্দা উপজেলায় নওগাঁ টু রাজশাহী মহা-সড়কে। নিহত শিশু হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার চকদোচাই গ্রামের ফিরোজ হোসেন এর শিশু সন্তান ফারাবী হোসেন। এদূর্ঘটনায় আহত হয়েছেন শিশু’র বাবা ফিরোজ হোসেন (৩৫), মা রেশমা খাতুন (২৯) ও বোন মোসাঃ ফারিয়া আক্তার (৮)। বৃহস্পতিবার সকাল সারে ১০ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়ের বিজয়পুর এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার সত্যতা নিশ্চত করে মান্দা
থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঈদের ছুটিতে তিনি স্ব-পরিবারে সিএনজি চালিত অটো-বাইক যোগে নিজ বাড়ি নওগাঁর পত্নীতলাতে আসছিলেন। পথে মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই পিকআপ তাদের বহনকারী সিএনজি চালিত অটো-বাইক কে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই শিশু ফারাবীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় শিশুটির বাবা, মা ও বোনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, শিশুটির মৃতদেহ তার স্বজনরা হেফাজতে নেয়।

Tanim Cargo
Tanim Cargo