মৌলভীবাজার প্রতিনিধি:
গত অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান ভিসায় প্রায় এক লক্ষ বাংলাদেশি এসেছেন। এর আগে ভিজিট ভিসা থেকে রূপান্তরিত হয়ে প্রায় ২ লাখ বাংলাদেশি আমিরাতে অবস্থান করছেন। আমিরাত প্রবাসি থেকে সরকারের অয়েজ আর্নার্স বোর্ডে যে চাঁদা জমা হচ্ছে সে অনুপাতে আমিরাত প্রবাসিদের ভর্তুকি দেবার দাাবি জানিয়েছেন প্রবাসিরা। আমিরাতে কমলগঞ্জ প্রবাসিকল্যাণ সমিতির ইফতার মাহফিল পূর্বক আলোচনায় এ কথা বলেন বক্তারা। ইফতার মাহফিলে দেশ ও বিদেশের প্রায় ৩ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।
মঙ্গলবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সুহেল ও সাধারণ সম্পাদক মো. ইমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সিলর ও দূতালয়ের প্রধান আশফাক হোসেইন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের আমন্ত্রিত ইসলামি আলোচক মাওলানা আব্দুল আহাদ জিহাদী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এম এ মুহিত চৌধুরী, উপদেষ্টা শওকত আলী, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল কদ্দুস খাঁ মনজু, কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল লতিফ, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, আল ইসলাহ আজমান শাখার সভাপতি আলীম উদ্দিন জমসেদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল মালিক মলিক, উপদেষ্টা নাসিরুল হক নাসিন, কুলাউড়া সমিতির উপদেষ্টা জালাল উদ্দীন মন্তর, জুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জুবের আহমেদ, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ কাইয়ুম, জালাল উদ্দীন বুরহান, মাওলানা নিজাম উদ্দিন, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ আবুধাবির শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান মাছুম, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন চৌধুরী, সমাজসেবক ফারুক আহমেদ, মাসুম আহমেদ, কুলাউড়া সমিতির পৃষ্ঠপোষক শামিম আহমেদ, সাধারণ সম্পাদক রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আশরাফ খান হিরন,সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন লোকমান।
স্বাগতিক বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান মাহবুব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাছন আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, যুগ্ম সম্পাদক খোকন আহমেদ, মো: ওয়াহিদ বেগ, আব্দুল গফফার, লোকমান আহমেদ, লিটন, রাকিবুল ইসলাম, জায়েদ আহমেদ সহ আরো ও অনেকেই।
পবিত্র কুরআন পাক থেকে তেলায়ত করেন মির্জা হাবিবুর রহমান এবং দোয়া পরিচালনা সমিতির উপদেষ্টা করেন ক্বারী আবু রুকিয়ান। অনুষ্ঠানে সভাপতি জানান, ঈদ পূর্বে কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের অসহায় মানুষকে ঈদ বস্ত্র উপহার দেয়া হবে।