ঢাকাবৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে মাইক্রোবাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ!! নিহত-৫

আজকের বিনোদন
এপ্রিল ১১, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ । ১৬৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

নরসিংদীর মাধবদীতে ঈদের আগের দিন রাতে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ৯ জনকে নরসিংদী জেলা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন টাটা পাড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মজিবুর মিয়া (২৫), হেলাল মিয়া (৩২), মীম আক্তার (২০) ও আবু হুরায়রা (৯) ও ফালান মিয়া (৩১)।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার রাতে মাইক্রোবাস যোগে ঈদের ছুটিতে নারী-শিশুসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন তারা। মাইক্রোবাসটি সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকায় পৌচ্ছলো বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। মাইক্রোবাসে থাকা বাকি ৯ জন গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ফালান মিয়া নামে আরো একজন নিহত হন।
এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।