ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

আজকের বিনোদন
এপ্রিল ১৫, ২০২৪ ৩:১৪ পূর্বাহ্ণ । ১১৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের  কালিহাতীতে সল্লা ইউনিয়নের বংশাই নদীতে গোসল করতে নেমে মো: মাশিয়ান (১০) নামে এক শিশু নিখোজ রয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি তার অন্যান্য সাথীদের সঙ্গে মামার বাড়ীর সামনে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের তরে ডুবে যায়। আশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকার মাসুদ তালুকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ২০ পারার হাফেজ।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, নিখোঁজ মাশিয়ান মামার বাড়ী বেড়াতে এসে তার ৪/৫ জন সাথীদের নিয়ে নদীতে গোসল করতে নামে। এসময় ৩জন স্রোতের তরে ডুবে যায়। স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করলেও মাশিয়ানকে উদ্ধার করতে পারেনি।

এদিকে শিশুটির নিখোঁজের খবর পেয়ে টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। শিশুটির সন্ধান পেতে তারা কাজ করছে।

টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের লিডার আমজাদ হোসেন জানান, শিশুটির সন্ধান পেতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী করছি।