ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার ৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন

আজকের বিনোদন
এপ্রিল ১৫, ২০২৪ ৩:২০ পূর্বাহ্ণ । ১৯৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকমান হোসেন, স্পেন প্রতিনিধি :

স্পেনের বার্সেলোনায়বাংলাদেশ এসোসিয়েশন এনকাতালোনিয়াএর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেগত১২ এপ্রিল শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিতআলোচনা সভায় সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যেসদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয় সভারশুরুতে সভাপতি সুরুজ্জামান জামান উপস্থিত সকলপ্রবাসীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তার স্বাগতবক্তব্য প্রদান করেন পরে বাংলাদেশ এসোসিয়েশন এনকাতালোনিয়ার সভাপতি সুরুজ্জামান জামান এরসভাপতিত্বে অনুষ্ঠিতআলোচনা সভায় অন্যান্যের মধ্যেবক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, আব্দুল হাকিম, আবু ইউসুফ, জসিম উদ্দিন, বিজনেসঅ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী করিমউদ্দিন,বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টেরসভাপতি আব্দুল আলিম,অর্থসম্পাদক আব্দুল জব্বারখসরু,উপদেষ্ঠা মোহাম্মদ রফিক উদ্দিন, দিরাইঅ্যাসোসিয়েশনের সভাপতি এলাইস মিয়া, বার্সেলোনামুসলিম কম্যুনিটির শহীদ উদ্দিন, গোলাপগঞ্জএসোসিয়েশনের  উপদেষ্ঠা আব্দুল জব্বার,সদস্য ওয়াজিজুররহমান, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার সভাপতিনুরুজ্জামান আলী,সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ,উপদেষ্ঠা ইকবাল বকসি,কমিউনিটি নেতা  সেলিম আহমদলালন,কমিউনিটি নেতা খালেদুর রহমান,ব্যবসায়ীসাইফুল ইসলাম

এছাড়া স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিসাহাদুল সুহেদ, বর্তমান সভাপতি আফাজ জনি, সাধারণসম্পাদক লোকমান হোসেন উপস্থিত ছিলেন

আলোচনায় সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিতে আব্দুল বাসিত কয়ছরকে প্রধান করেসদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়কমিটিরঅন্য সদস্যরা হলেনআব্দুল হাকিম,আব ইউসুফ,মোঃরফিক উদ্দিন,আব্দুল আলিম,জসিম উদ্দিন, আব্দুলজব্বার,মোঃ জসিম,সাইফুল ইসলাম

সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি মাসের মধ্যেবার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির সাথে সম্পৃক্ততাকরে সৌহার্দপূর্ণ আলোচনার ভিত্তিতে পুর্নাঙ্গ  কমিটিগঠনের প্রস্তুতি নেবেন যা পরবর্তীতে মাস থেকে আড়াইমাস সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে

আলোচনা সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী করিম উদ্দিনেরসৌজন্যে নৌশভোজের আয়োজন করা হয়

উল্লেখ্য, বাংলাদেশ কোলতোরাল এসোসিয়েশন এনকাতালোনিয়া ২০০০ সালে বার্সেলোনায় বসবাসরত সকলপ্রবাসীদের ঐক্যমতে প্রতিষ্ঠিত হয়েছিলোযা পরবর্তিতেএক হাজারের অধিক সদস্যে রূপ নেয়