কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপাত তিন,ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয়জন,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন।আসছে ৮ মে প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলো জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ১। আশরাফি মেহেদি হাছান,উপজেলা আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক ২। হাবিবুর রহমান হাবিব,উপজেলা আওয়ামী লীগ এর সাবেগ প্রচার সম্পাদক ৩। আমজাত হোসেন স্বপন।ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬জন হলো ১। নুরুজ্জামান,২। মোজাম্মেল হক,৩।মাহমুদুল হাসান, ৪।এম এ সাদ্দাম হোসাইন,৫। আবু জাফর মোঃশামসুল হক,৬। মোঃফারুক ভূইয়া।ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ জামাত ইসালামী ও আবু জাফর মোঃশামসুল হক জাতীয় পার্টি। বাকি চারজন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের লোক। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন হলো১।জুয়েনা আহমেদ,২। শর্মীলি দাস,৩।শর্মিলা রোজারিও।মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন সকলেই আওয়ামী লীগ এর লোক।
