ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মহিলা সমিতি বার্সেলোনার পহেলা বৈশাখ উদযাপন

আজকের বিনোদন
এপ্রিল ১৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ । ১৮৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকমান হোসেন,স্পেন প্রতিনিধি :

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনা পহেলা বৈশাখ উদযাপন করেছে । স্হানীয় কাইয়ে কালাবরিয়া সেন্ট্রো সিভিক হল রুমে উৎসবমুখর পরিবেশে   আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু স্হানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও বিদেশী অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগতদের স্বাগত জানান । অনুষ্ঠানের ২য় পর্বেসাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্ঝালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া । গান পরিবেশন করেন দিবা,রাজু গাজী,অমি,বাদ্যযন্ত্রে ছিলেন রেহনবাংলা নববর্ষ  উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেনআযোজন সংগঠনের নেতৃবৃন্দ সহবার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী,পুরুষ,শিশু সহ স্থানীয় স্পানিশরা। এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আয়োজকরা দুই উৎসব একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও এর উদ্দেশ্য। 

Tanim Cargo
Tanim Cargo