ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আজকের বিনোদন
এপ্রিল ২২, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ । ১৩৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাংবাদিক আব্দুর রহমান আরমান, রফিক সরকার, আজকের পত্রিকার সাংবাদিক মো. রিয়াদ হোসাইন, বিল্লাল হোসেন, ওমর আলী মোল্লা, আহমদ আলী, কাজী মোঃ ওমর ফারুক, আব্দুল গাফফার, আব্দুর রহমান, তৈবুর রহমান, মাফুজা আফরিন মনি, জিনাত রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।৩৪ তম বিসিএসের এ কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। কালীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কালীগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

Tanim Cargo
Tanim Cargo