ঢাকাবুধবার , ১ মে ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ভাইস চেয়ারম্যান সমর্থককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

আজকের বিনোদন
মে ১, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ । ২১৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হত্যার হুমকির অভিযোগ  উঠেছে ফয়সার শেখ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।  এ বিষয়ে ভুক্তভোগী রামিম শেখ (৩০) নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রামিম শেখ উপজেলার জামালপুরের মেন্দিপুর এলাকার মনজুর আলম শেখের ছেলে।
বুধবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  মাহতাব উদ্দিন।
এ ব্যাপারে জানতে চাইলে (ওসি) বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হত্যার হুমকির ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। আমরা অভিযোগকারীকে আশ্বস্ত করেছি তিনি যেন নিশ্চিন্তে থাকেন। গুরুত্ব সহকারে ঘটনার সত্যতা যাচাই করে তদন্তপূর্বক খুব দ্রুতই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না।

Tanim Cargo
Tanim Cargo