মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় পুকুর থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মে) দুপুরে উপজেলার রামনগর গ্রামের ইমরান খানের পুকুর খননের সময় ভেকুতে লেগে অবিস্ফোরির গ্রেনেডটি বের হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরের উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের ইমরান খান ভেকু দিয়ে পুকুর খনন করছেন। খননের এক পর্যায়ে ভেকু খননের মাটির সঙ্গে একটি অবিস্ফোরিত গ্রেনেড উঠে আসে। গ্রেনেড দেখে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন কেন্দুয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অবিস্ফোরিত গ্রেনেডটিকে পানি ভর্তি বালতির মধ্যে রেখে এলাকার লোকজনকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেন। স্থানীয়দের নিরাপদ দুরত্বে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বুধবার দুপুরে উপজেলার রামনগর থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে