মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল প্রতিনিধিঃ
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মিডিয়া কর্মীদের এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক ও কালিহাতি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক সন্তোষকুমার দত্ত, ফোরামের সহসভাপতি আনসার আলী, কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ।
আরো বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক এসএম শহীদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, যুগান্তরের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক জহিরুল হক মিলন আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদত ইমরান, ,সংবাদকর্মী মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা গ্রামীন সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেন।