টিপু সুলতান,শ্রীপুর প্রতিনিধ: গাজীপুর শ্রীপুর উপজেলার নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ২১ শে মে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে।
এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে ৮ টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভার নির্বাচনী এলাকা।
একইসঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে গানে মাইকে চলছে প্রচারণা।
বুধবার শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রচারনার সময় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র।
ভোটাররা বলেন আমরা যোগ্য সৎ প্রার্থীকেই আমরা ভোট দেবো। তাকেই আমরা নির্বাচিত করবো, যে সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন।