ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে লোহাগাড়া উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন এস. আই. চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) শ্রীকৃষ্ণ দেবনাথ। লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত বিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক হিসেবে মানোন্নয়নে ভূমিকা রাখায় তাঁকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। গত ২৯ এপ্রিল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে বিষয়টি নিশ্চিত হয়েছে।