কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মো. শুয়াইব (২১)নামে ১ জনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ মে) সকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ কারাদন্ড দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা শাবাব।
মো. শোয়াইব উপজেলার ঈশ্বরপুর এলাকার মো. সাত্তার ফকিরের ছেলে।
ঘটনা সত্যতা স্বীকার করে ওয়াহিদা শাবাব বলেন, অভিযুক্ত মো. শোয়াইবকে উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধিমালা ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘনের দায়ে ৩২(১) ধারা মোতাবেক ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
