ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজকের বিনোদন
মে ১৪, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ । ৮০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই মে ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে মে’২৪ মাসের আলোচনা সভায় অংশ নেন, বিরামপুর উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,  বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ গোলাম রসূল রাখি, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর উপজেলার  মুকুন্দপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিজিবি, আনসার ভিডিপি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ অত্র উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন মাসিক আইন শৃঙ্খলা সবাই যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ও সমস্ত বিষয় দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রত্যেকটি বিষয় যাতে সুন্দর সুচারুরূপে সম্পন্ন করা হয় তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তথ্য দিয়ে আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

Tanim Cargo
Tanim Cargo