কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সার্বজনীন এই স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ এবং উদ্ভূত করন সভা অনুষ্ঠিত হয়। ১৬ মে বিকেলে শহীদ মইজুদ্দিন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলুর সভাপতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতেম মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক উপসচিব স্থানীয় সরকার গাজীপুর মোঃ ওয়াহিদ হোসেন, কালিগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হুসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের প্রধানগণ, ইলেকট্রন ও পিন মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ সহ অনেক নারী সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তৃতায় সার্বজনীন পেনশন স্কীমের সুবিধা গুলি সাবলীল ভাষায় বর্ণনা করেন এবং বৃদ্ধ বয়সে তা একজন মানুষকে কিভাবে সুরক্ষা দিবে তাও তিনি সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করেন । কি ভাবে এই পেনশন স্কিম চালু করতে হব তা সুন্দরভাবে উপস্থাপন করেন।
