ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ১৭ মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ!

আজকের বিনোদন
মে ১৬, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ । ৮৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএম মাসুদ রানা (বিরামপুর) দিনাজপুর প্রতিনিধি-
সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় ৫০ ভাগের নিচে পাশ করা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ১৭টি মাদ্রাসাকে ফলাফল বিপর্যয়ের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বিরামপুর উপজেলায় ২২টি মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবার দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে খয়েরবাড়ী দাখিল মাদ্রাসা থেকে ২৪জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি। পক্ষান্তরে মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা, কাটলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদ্রাসা, পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা ব্যতিত অবশিষ্ট ১৬ মাদ্রাসা থেকে অর্দ্ধেকের কম শিক্ষার্থী পাশ করেছে। এই ফলাফল বিপর্যয়ের প্রেক্ষিতে সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল মোট ১৭ মাদ্রাসাকে ১৩মে নোটিশ প্রদান করেছেন।
নোটিশ প্রাপ্ত মাদ্রাসা সমূহ হচ্ছে, খয়েরবাড়ী দাখিল মাদ্রাসা (০%), ঝানজার দাখিল মাদ্রাসা (৪৫%), বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা (৩৯%), হাবিবপুর দাখিল মাদ্রাসা (৪৭.০৫%), বিজুল কামিল মাদ্রাসা (৩৪.২১%), আয়ড়া দাখিল মাদ্রাসা (২৪.৩১%), চতুরপুর দাখিল মাদ্রাসা (৩৪.৬১%), খাঁনপুর দাখিল মাদ্রাসা (২৬.৯২%), পুইনন্দা দাখিল মাদ্রাসা (২৫%), ভবানীপুর দাখিল মাদ্রাসা (৪০.৯০%), কানিকাটাল দাখিল মাদ্রাসা (৩৬.৩৬%), দাউদপুর দাখিল মাদ্রাসা (৪০%), বেপারীটোলা দাখিল মাদ্রাসা (৩৩.৩৩%), চড়াইভিটা দাখিল মাদ্রাসা (৪০%), চকশুলবান দাখিল মাদ্রাসা (৩১.৮১%), বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা (৩৪.৬১%) এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা (১৫.৭৮%)।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল ১৭ মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

Tanim Cargo
Tanim Cargo