ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

admin
জানুয়ারি ১০, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমাবেত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি ফিরোজ আহমেদ, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম,অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমুখ।

এছাড়াও উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।