ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ী সরকারী খাদ্যগুদাম হতে ১১৯ টন চাল চুরি

আজকের বিনোদন
জুন ২১, ২০২৪ ২:২৫ পূর্বাহ্ণ । ৪৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী খাদ্য গুদাম হতে ১১৯ মে:টন চাল ও ৩৪ হাজার ৯ শত ২৬টি খালি বস্তা চুরির ঘটনার সাথে জড়িত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকী সহ পলাশবাড়ীর কতিপয় অসাধু ব্যাসায়ীদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন বৃহস্পতিবার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক দুদু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ সভাপতি ফেরদৌস মিয়া, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সদস্য মতিন মোহাম্মদ ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা সরকারি খাদ্য গুদাম হতে চাল ও বস্তা চুরি হয়ে যাওয়ার সাথে সংশ্লিষ্টদের বিশেষ করে দায়িত্বরত কর্মকর্তা এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ভবিষ্যতে যেন এহেন কর্মকান্ড পলাশবাড়ীতে আর না ঘটে সে বিষয়ে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পলাশবাড়ী পৌরসভার মেয়র মহোদয় সহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে ধান, চাল, গম ব্যবসায়ীর দীর্ঘদিন হতে একটি সিন্ডিকেট জনসাধারণ ও প্রান্তিক কৃষকদের জিম্মি করে নাম মাত্র মিলারদের কাছ থেকে ধান, চাল, গম (খাওয়ার অনুপযুক্ত) সংগ্রহ করে সরকারি গুদামের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে আঁতাত করে ব্যাবসা পরিচালনা করে আসছেন।

Tanim Cargo
Tanim Cargo