ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জেলি যুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির দায়ে ১ জনকে অর্থদণ্ড

আজকের বিনোদন
জুলাই ১, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ । ১২৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর কালীগঞ্জের কালীগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষণ ও বিক্রির দায়ে সুজিত চন্দ্র দাস (৩০) নামে ১ জেলেকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ওই আদালত।
সোমবার (১ জুলাই) সকালে কালিগঞ্জ পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসনিম ঊর্মি। এ সময় বেঞ্চ সহকারি হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।
দন্ডপ্রাপ্ত সুজিত চন্দ্র দাস উপজেলার চুয়ারিয়াখোলা এলাকার সুবোধ চন্দ্র দাসের ছেলে। তিনি কালিগঞ্জ পৌর বাজারে মাছের ব্যবসা করেন।
জানা গেছে, ওই অভিযান পরিচালনা করে, মৎস্য ও মৎস্যপণ্য ( পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) আইন ২০২০ এর ৩৩ ধারায় ০১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা  করা হয় এবং আনুমানিক ১২ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে বিনষ্ট কর হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, মৎস্য সংরক্ষণ আইন, মৎস্য খাদ্য আইন, মৎস হ্যাচারি আইন এবং ফরমালিন প্রতিরোধ আইন বাস্তবায়নের লক্ষ্যে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ১জন জেলের কাছ থেকে আনুমানিক ১২ কেজি জেলি যুক্ত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয় এবং ওই অপরাধে জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Tanim Cargo
Tanim Cargo