ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের কাছে সিগারেট বিক্রি দুই ব্যবসায়ীকে জরিমানা

আজকের বিনোদন
জুলাই ২, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ হেল বাকী, জয়পুরহাট জেলা প্রতিনিধি :

জয়পুর হাটের ক্ষেতলালে বিভিন্ন হাট-বাজারে অবাধে অপ্রাপ্ত বয়স্ক স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে। যাদের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।এসব শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৫০০ টাকা করে ১ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২রা জুলাই) বিকালে ক্ষেতলাল উপজেলার ভাসিলা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ভাসিলা বাজারের মুদি দোকানী কফির উদ্দিনকে ৫০০ টাকা এবং মামরুল উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানগুলোতে ব্যবসায়ীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আমাদের এমন অভিযান অব্যাহত
থাকবে।

Tanim Cargo
Tanim Cargo