ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মদনে চেতনা বিরোধী স্লোগানের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের মানববন্ধন।

আজকের বিনোদন
জুলাই ১৬, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ । ১১৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে ১৬ ই জুলাই মঙ্গলবার বিকাল ২ ঘটিকার সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সামনে সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,তুমি কে আমি কে,বাঙালী বাঙালী,মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই,একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়,প্রভৃতির স্লোগান দিতে থাকেন। মদন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ফেরদৌস আহাম্মদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোঃ জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলামসহ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যগণ অংশগ্রহণ করেন।