ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে জাতির পতাকা আজ খামছে ধরেছে- এমপি হিরো

আজকের বিনোদন
জুলাই ৩১, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ । ২১৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুনের দল বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি। বুধবার (৩১ জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছিল যৌক্তিক। কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে দেশ ও জাতির শত্রু, স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়নকে নস্যাৎ করতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় দেওয়া হয়েছে আগুন। একইসঙ্গে মূল্যবান জিনিসপত্র লুট করেছে। ঢাকার নিকটবর্তী জেলা নরসিংদীতে যে বর্বরতা ও নাশকতা হয়েছে তা ইতিহাস স্বাক্ষী হয়ে থাকবে। একটা স্বাধীন দেশে কখনও জেলখানায় হামলা হতে পারেনা। হামলাকারীরা সকল আসামীদের ছিনিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, তাদের হামলায় জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, মাধবদী পৌরসভা ও মুক্তিযোদ্ধা ভবন ভাংচুর ও আগুন দিয়েছে। এছাড়াও তারা ইটাখোলা পুলিশ ফাঁড়ি, পাঁচদোনা পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ভাংচুর হয়েছে মাধবদী থানা। জনগনের জানমাল রক্ষায় নিয়োজিত এক পুলিশ কর্মকতাকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ কেমন ববরর্তা? এ ধরনের নাশকতা সাধারণ ছাত্রদের ধারা সম্ভব নয়। এটা একমাত্র স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপির ধারা সম্ভব। তারা দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। সরকারি হিসেবে অনুযায়ী এপর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে। নিহতদের স্মরণে সরকার ১দিনের রাষ্ট্রীয় শোক পালন করছেন। দেশ যখন বিশ্ব মর্যাদার আসনে, তখন এভাবে রক্ত ঝরবে ভাবেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোটা আন্দোলনের যে নাশকতা ও প্রাণহানি হয়েছে তা কল্পনাতীত। প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় কমিশনও গঠন করেছেন। সর্ব্বোচ্চ আদালতের নির্দেশে সরকার কোটা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করণ সহ পাশে থাকার নিশ্চয়তা প্রদান সহ এত্তসব কিছু করার পরও আবার কিসের আন্দোলন? এখন কোটাবিরোধী আন্দোলনের ব্যানারে ভর করেছ স্বাধীনতা বিরোধী অপশক্তিরা। আসছে একের পর এক রাজনৈতিক নির্দেশনা। তাদের প্রধান টার্গেট- দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সরলপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা। তাই সাধারণ ছাত্রছাত্রীদের আবেগ ব্যবহার করে নতুন করে চলছে নাশকতা সৃষ্টির পাঁয়তারা। নিজেদের আখের গোছাতে চাইছে বিএনপি-জামায়াত নেতারা। দীর্ঘমেয়াদে দেশকে অস্থিতিশীল করে তুলতে দেওয়া হয়েছে অর্থসংগ্রহের নির্দেশনা। অনলাইনে শুরু করেছে নানান ধরণের গুজব। আর কত প্রোপাগান্ডা ছড়াবেন? এবার থামুন, দেশটাকে ভালোবাসুন। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এদেশ। এছাড়াও তিনি নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানি শিকার না হোন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়ালিউর রহমান আজিম, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম রিচি, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যানগন সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নরসিংদীর চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।