শামীম রেজা গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন ৫নং ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি এম.এ সবুর দাখিল মাদরাসার বাউন্ডারীর ভিতরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে। অত্র এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতাঃ মৃত রোপ্তম আলী, টেংরাকান্দি, উপজেলা: ফুলছড়ি, জেলা: গাইবান্ধা এবং তার বড় ভাই মোঃ শামসুল হক রাস্তার উপর অবৈধভাবে চায়ের দোকান করে ব্যবসা বানিজ্য করে আসছে। ফলে অত্র মাদরাসার লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। উক্ত দোকানে বখাটে ছেলেরা উঠাবসা করে এবং মাদকসেবন করে আসছে। মাদরাসা চলাকালীন অনেক শিক্ষার্থী ইফটিজিং এর স্বীকার হয়। মৌখিকভাবে আবু বক্কর সিদ্দিক ও শামসুল হক কে দোকান ঘর অপসারন করার জন্য বলা হলে তারা গায়ের জোরে দোকান অপসারন করবে না বলে জানায় এবং মারধর করার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় লেখাপড়ার মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং মাদরাসার সম্পত্তি রক্ষার্থে উক্ত অবৈধ নির্মানাধীন দোকান ঘর অপসারন করা বিশেষ প্রয়োজন বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। টেংরাকান্দি এম.এ সবুর দাখিল মাদরাসার বাউন্ডারীর ভিতরে অবৈধ নির্মানাধীন দোকান ঘর,নেশা ও জুয়া খেলার আড্ডা, উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
জেলা প্রশাসক, গাইবান্ধা, পুলিশ সুপার, গাইবান্ধা,চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলছড়ি, গাইবান্ধা, র্যাব ক্যাম্প-১৩, গাইবান্ধা,জেলা শিক্ষা অফিসার, গাইবান্ধা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফুলছড়ি গাইবান্ধা। বরাবর
লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও জমি দাতা বীরমুক্তিযোদ্ধা এম.এ সবুর সরকার।