ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে প্লাম্বার মিস্ত্রির মৃত্যু

admin
জানুয়ারি ২৫, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল নাঈমঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে মোঃ কবির মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। সে উপজেলার যাত্রাপুর এলাকার মোঃ আমির হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত কবির পেশায় একজন প্লাম্বার মিস্ত্রি ছিলেন।

সকালে কবির যাত্রাপুর থেকে রেলপথ ধরে আশুগঞ্জে যাওয়ার পথে এই ঘটনার শিকার হয়।

ধারণা করা হচ্ছে ঘন কুয়াশায় কিছু দেখতে না পাওয়ায় সে ট্রেনের নীচে কাটা পড়ে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনের নীচে সে কাটা পড়েছে তা জানাযায়নি। তিনি আরো জানান, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।