ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত।

আজকের বিনোদন
জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ । ১৫৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান গনি, লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফর গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার( ২৮ জানুয়ারী) ভোররাতে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র এক দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ঘটনাস্থলে টুকলু নিহত হলে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায় এমন দাবী স্থানীয়দের। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এ পর্যন্ত। খোঁজ-খবর নিয়ে বলতে পারবেন।

Tanim Cargo