ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরা উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ২:২৮ পূর্বাহ্ণ । ১০১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

নরসিংদীর রায়পুরা উপজেলার উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, সামাজিক সম্প্রীতিসহ সার্বিক বিষয় নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মৌসুমী সরকার রাখী, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ ও রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লা। প্রধান অতিথি ড. বদিউল আলম আগত সভায় উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় কালে রায়পুরা উপজেলায় জন্মগ্রহণকারী কৃতি সন্তানদের কথা স্মরণ করে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলা, আশু ইউপি নির্বাচন এবং অন্যান্য ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান করেন।
এছাড়াও পুলিশ, আনসার ও সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tanim Cargo
Tanim Cargo